নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ ৩৪ বছর স্কুলটিতে ছিল না কোনও প্রধান শিক্ষক। সেই শূন্যতা পূরণ হল আজ। আজ ৩০ জুলাই ঘাটাল ব্লকের মনোহরপুর মার্কস মৃত্যু শতবার্ষিকী হাইস্কুলে নিয়োগ হল স্কুলের প্রথম প্রধান শিক্ষক। চন্দ্রকোণা-২ ব্লকের ঝাঁকরা হাইস্কুলের রসায়নের শিক্ষক শোভনকুমার সাহু এদিন মার্কস মৃত্যু স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ওই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পঞ্চানন মণ্ডল বলেন, ১৯৮৬ সালে স্থানীয় সিপিএমের নেতাদের ইচ্ছেতে ঘাটাল-রানিচক রাস্তার পাশে মনোহরপুরে স্কুলটি খোলা হয়। ওই বছর থেকে পঠন-পাঠন শুরু হলেও সরকারি অনুমোদন ছিল না। প্রায় আট বছর পর ১৯৯৪সালে স্কুলটি শিক্ষাদপ্তর থেকে অনুমোদন পায়। ওই সময় থেকেই টিআইসি’ হিসেবে অতীশ চক্রবর্তী স্কুলের দায়িত্ব সামলে আসছিলেন। আজ ৩০ জুলাই প্রথম প্রধান শিক্ষক নিয়োগ হল।