বিজেপির উস্কানি বলে অভিযোগ: মাস্টাররোল দেখানো নিয়ে দাসপুরে গণ্ডগোল, ১০০ দিনের কাজ বন্ধ

শ্রীকান্ত ভুঁইঞা:১০০ দিনের কাজে মাস্টার রোল দেখাকে কেন্দ্র করে গণ্ডগোলকে কেন্দ্র করে কাজটিই বন্ধ হয়ে গেল। আজ ৯ সেপ্টেম্বর সকালে এমন ঘটনা ঘটেছে দাসপুর-২ ব্লকের খুকুড়দহ গ্রামপঞ্চায়েতের জগন্নাথপুরে। ঘটনা সূত্রে জানা গিয়েছে ওই বুথের সংলগ্ন আই সি ডি এস কেন্দ্রের সামনে আজ থেকে একটি বন সৃজন প্রকল্প কাজ শুরু হয়।স্থানীয় বাসিন্দারা ওই প্রকল্পের কাজের মাস্টাররোলটি দেখতে চাইলে কাজের  দায়িত্বে থাকা সুপারভাইজার মাস্টার রোলটি দেখাতে অস্বীকার করেন বলে অভিযোগ।যে কারণে প্রায় এক ঘণ্ট কাজ হওয়ার পর কাজটি বন্ধ হয়। ফলে ক্ষুব্ধ শ্রমিকেরা। তাঁরা বলেন, কাজটি বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে স্থানীয় বিজেপি নেতৃত্বরা এসে জোর পূর্বক ভাবে কাজটি মাস্টার রোল দেখা ইস্যু তোলেন।এনিয়ে ওই গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ঋষিকেশ মাইতি বলেন, মাস্টাররোল দেখার অধিকার সবার রয়েছে। কিন্তু এভাবে বিরোধিতা করে কাজবন্ধ করে দেওয়ার কোনও মানে হয় না। •এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/