সাতসকালে দাসপুরের হরিরামপুরে যুবকের মৃতদেহ উদ্ধার

সৌমেন মিশ্র,হরিরামপুর:সাতসকালে দাসপুর থানার হরিরাপমুরের এক ডোবা থেকে যুবকের মৃত দেয় উদ্ধার হল। মৃতের নাম প্রসেনজিত রানা(বুবু)। মৃতের বাবা পরেশ রানা বছর কয়েক আগেই মারা গেছেন। বছর তিরিশের বুবু বিবাহিত।

https://youtu.be/kLuBbWjry54

বাড়ির সামনেই দেশি মদের ঠেক তারই পাশের ডোবাথেকে মৃত দেহ উদ্ধার হয়। মৃতের কাছথেকে কয়েকটি ওষুধ পাওয়া গেছে। প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে ওই যুবক নিয়মিত মদ্যপান করত। গত রাতেও মদ্যপান করে। ওই রাতেই কোনোভাবে জলে পড়ে বুবুর মৃত্যু হয়।
তবে দাসপুর থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।