রবীন্দ্র কর্মকার: ঘাটাল থেকে রাষ্ট্রপতির স্বাক্ষরিত পুরস্কার পেলেন এক ইন্সপেক্টর। ঘাটাল শহরের আড়গোড়া ২ নম্বর ওয়ার্ডের ওই বাসিন্দার নাম সোমনাথ বিশ্বাস। তিনি সিআরপিএফের সিডব্লুএস বিভাগের ইন্সপেক্টরের পদে রয়েছেন। তাঁকে আজ ৯ এপ্রিল শৌর্য দিবস উপলক্ষ্যে কলকাতার সেক্টর-৫ এর থ্রি সিগন্যাল থেকে পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস পুরস্কারটি তুলে দেওয়া হয়। ওই পুরস্কার তুলে দেন সিআরপিএফেরআই জি আর রবীন্দ্রন। এটি একটি বিশেষ সম্মান। পশ্চিমবঙ্গ থেকে মোট দুজনকে দেওয়া হয়েছিল। তার মধ্যে সোমনাথবাবু একজন। মূলত কর্মক্ষেত্রে বিশেষ অবদানের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়। প্রত্যেক বছরই রাষ্ট্রপতির স্বাক্ষরিত বিশেষ শংসাপত্র সহযোগে এই পুরস্কার প্রদান করা হয়। ওই পুরস্কার পেয়ে স্বভাবতই খুশি ওই বিশ্বাস পরিবার। সোমনাথবাবুর ভাইপো অতনু বিশ্বাস বলেন, কাকুর ওই পুরস্কার শুধু আমাদের পরিবারকে নয় সারা ঘাটালবাসীকে গর্বিত অনুপ্রাণিত করেছে।
সোমনাথবাবু বর্তমানে শিলিগুঁড়িতে পোস্টিং। ১৮ এপ্রিল ১৯৮২ সিআরপিএফে যোগদান করেন। ৩৭ বছর চাকরি চলছে। ২০১৫ সালে তিনি যখন কাশ্মীরে পোস্টিং ছিলেন তখন তাঁর নাম পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছিল। আজ সেই পুরস্কার হাতে পেলেন।