রাজ্য সরকারকে পাগলা কুকুর,প্রচারে নেমে কালো পতাকা,দেবকে উন্নয়নের পাঠ:সরগরম ঘাটালের ভোটের হাওয়া

১১ই এপ্রিল বিকেলে প্রচারে বেরোলে ঘাটাল লোকসভা এলাকার বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে কালো পতাকা দেখানো হল। এমনকি তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। প্রতিবাদে ভারতী দেবী তাঁর অনুগামীদের নিয়ে রাস্তাতেই ধর্নায় বসেন। ঘটনা ঘাটাল লোকসভা এলাকার পাঁশকুড়া মাইশোর পাটনা এলাকায়।

বিজেপির শিবির থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের জন্য প্রাক্তন পুলিস সুপার ভারতী ঘোষের নাম প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে ব্যাপক পরিবর্তন লক্ষ করা গেছে। রাজ্য তৃণমূল ও বিজেপির পাখির চোখ এখন ঘাটাল লোকসভা কেন্দ্র। নিজেদের ভোট হারাতে নারাজ সিপিএমও। ভারতী ঘোষ ও দেবের টক্কর তবে এবার নির্বাচনে চোখে পড়ার মত।

দাসপুরের জনসভায় বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে মঞ্চে বসিয়ে রাজ্য সরকারকে সরাসরি পাগলা কুকুরের সাথে তুলনা করতেও ছাড়েননি ভারতী ঘোষ।

আবার দেবকে প্রকাশ্য জনসভায় উন্নয়নের পাঠ পড়াতে দেখা গেছে ঘাটালের বাম প্রার্থী তপন গাঙ্গুলীকে।

তৃণমূল প্রার্থী দেব অবশ্য উন্নয়নের নিরিখেই ভোটের আবেদন নিয়ে তাঁর ফ্যানেদের কাছে হাজির হচ্ছেন। তবে ভোটে কেন্দ্রীয় বাহিনীনিয়ে তাঁর দলের জেলা সভাপতি অজিত মাইতির প্রথম বাক্যবান নির্বাচন দপ্তরের নজর এড়ায়নি।

সব মিলিয়ে এবার সরগরম ঘাটালের ভোটের হাওয়া।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!