চারিদিকে বিশ্বকর্মার আরাধনা হলেও দাসপুর কল্মিজোড়ের শঙখ শিল্পীরা ওইদিন অগস্ত্যমুনির আরাধনায় ব্যস্ত থাকেন। তিন দিন ধরে চলে এই পুজো। ঋষি অগস্ত্যকেই তারা কুলদেবতা বলে মানে৷ প্রাই সাড়ে তিনশ বছরের এই পুজো। কীভাবে ঋষি অগস্ত্য শঙখ শিল্পীদের আরাধ্যদেবতা হয়ে উঠলেন জানালেন কোল্মিজোরের শাঁখারী পাড়ার আদি বাসিন্দা ও প্রাথমিক শিক্ষক উত্তম সেন।