প্রাথমিক বিদ্যালয়ে চার মনিষীর আবক্ষ মূর্তি স্থাপন করা হল

বিদ্যালয়ে বসানো হল মনীষিদের প্রতিকৃতি৷ নেতাজি, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দ এই চারজন মহামানবের আবক্ষ মূর্তি বসলো দাসপুর-২ ব্লকের চাঁইপাট পাইরাশি পাড়া প্রাথমিক বিদ্যালয়ে৷ চলতি মাসের ১১ জানুয়ারী বিদ্যালয়ের ৬৫ তম বর্ষপূর্তি পালন অনুষ্ঠানের সূচনা করা হয় ওই মনিষীদের মূর্তিগুলির আবরণ উন্মচনের মাধ্যমে৷ এই উপলক্ষে ১১ ও ১২ দুই দিন ব্যাপি স্কুল প্রাঙ্গনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ অনুষ্ঠানের বিভিন্ন দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি নারায়ণ সাঁতরা, দাসপুর-২ বিডিও অনির্বান সাউ, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলুই, বরুনা সৎসঙ্গ হাই স্কুলের প্রধান শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায় প্রমুখ৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুর্নচন্দ্র পাল জানান, অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান থেকেই ওই মূর্তিগুলি স্থাপন করা হয়েছে৷ এর ফলে অভিভাবকদের দীর্ঘদিনের দাবি পূরণ করা সম্ভব হল৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!