প্রতিবন্ধীদের নিয়ে বনভোজনের আয়োজন চন্দ্রকোণায়

প্রতিবন্ধীদের নিয়ে বনভোজনের আয়োজন চন্দ্রকোণায়। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে সাধারণত কোনও আনন্দ উৎসবের আয়োজন করা হয় না। তাই তাঁদের নিয়ে এক অভিনব অনুষ্ঠান করার উদ্যোগ নিল চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর-২ গ্রামপঞ্চায়েত। ৮ জানুয়ারি মঙ্গলবার ওই গ্রামপঞ্চায়েত এলাকার সমস্ত বয়সী বিশেষ চাহিদা সম্পন্ন  মানুষদের নিয়ে বনভোজনের ব্যবস্থা করল ওই গ্রাম পঞ্চায়েত। সকাল থেকে রামগেড়িয়া জুনিয়ার স্কুল চত্বর এলাকায় প্রায় ৩৫০ বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে বনভোজনের সাথে চলে নানান অনুষ্ঠান। বনভোজনের মেনুতে   ভাতের সঙ্গে ছিল সব্জি, ডাল, মাছ, মিষ্টি, দই, পাঁপড়, চাটনি। উপস্থিত সবাইকে শীতবস্ত্রও প্রদান করা হয় বলে প্রধান ইসমাইল খান জানান। গ্রামপঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠান দেখার জন্য এলাকার সাধারণ মানুষেরও ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত হয়েছিলেন চন্দ্রকোণা-২ বিডিও শ্বাসত প্রকাশ লাহিড়ি, চন্দ্রকোণা-২ পঞ্চায়েতে সমিতির সভাপতি হীরালাল ঘোষ প্রমুখ।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!