নাড়াজোল বাস স্টপে আজ ঠান্ডা পরিশুদ্ধ পানীয় জলের ফিল্টারের শুভ উদ্বোধন হল। উদ্বোধন করলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা। নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত অনেক আগেয় নাড়াজোলের এই বাস স্ট্যান্ডটি বাতানুকূল করে দিয়েছিল। আজ আবার সেই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই নাড়াজোল বাজারে প্রবল গ্রীষ্মেও বাতানুকূল প্রতীক্ষালয়ে বসে ঠান্ডা বিশুদ্ধ জল পান করে তৃপ্তি পাবেন যাত্রী থেকে সাধারণ মানুষ।(ছবি:অরুণ প্রহরাজ)