নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাতানুকূল প্রতীক্ষালয়ের পর এবার ঠান্ডা বিশুদ্ধ পানীয়জল পাবে পথচলতি মানুষ

নাড়াজোল বাস স্টপে আজ ঠান্ডা পরিশুদ্ধ পানীয় জলের ফিল্টারের শুভ উদ্বোধন হল। উদ্বোধন করলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা। নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত অনেক আগেয় নাড়াজোলের এই বাস স্ট্যান্ডটি বাতানুকূল করে দিয়েছিল। আজ আবার সেই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই নাড়াজোল বাজারে প্রবল গ্রীষ্মেও বাতানুকূল প্রতীক্ষালয়ে বসে ঠান্ডা বিশুদ্ধ জল পান করে তৃপ্তি পাবেন যাত্রী থেকে সাধারণ মানুষ।(ছবি:অরুণ প্রহরাজ)

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।