দিল্লিতে বাঙালী স্বর্ণ শিল্পীদের পাশে দাঁড়ালেন দাসপুরের বিজেপি নেতা!

সিলিং বন্ধের প্রতিবাদে সভা করলো প্রবাসি বঙ্গীয় সমাজ! গত ২৪ ফেব্রুয়ারি বাঙালী স্বর্ণব্যবসায়ীদের ওই সংগঠনের ডাকে দিল্লির করোলবাগের রেগোরপুরাতে এই সভার আয়োজন করা হয়৷ বাঙালী স্বর্ণশিল্পীদের সমস্যাগুলি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষনই ছিল সভার মূল উদ্দেশ্য৷ স্বর্ণশিল্পীদের পাশে থাকার বার্তা দিতে দিল্লির ওই সভায় যোগদেন বি.জে.পি নেতা কালীপদ সেনগুপ্ত৷ কালীপদবাবু বলেন,দাসপুরের বহু স্বর্ণশিল্পী সমস্যার মধ্যে রয়েছেন৷ তাদের সমস্যাগুলি সঠিক সমাধান করছে না দিল্লি সরকার! আমরা দলীয় ভাবে বিষয়টি নিয়ে আন্দলনে নামার পরিকল্পনা করেছি৷ উল্লেখ্য দূষণের কারণ দেখিয়ে স্বর্ণশিল্পীদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল৷ তার জেরে সমস্যায় পড়তে হয়েছিল স্বর্ণশিল্পীদের৷


সংগঠনের সভাপতি দীপক সামন্ত জানান, প্রায় ৬০০ জন বাঙালী স্বর্ণশিল্পীরা একসাথে একজোট হয়ে সরকারের এই সিদ্ধান্তের ধারাবাহিক ভাবে প্রতিবাদ জানানো হবে৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!