দাসপুর লাওদা: ঘাটাল মহকুমার অন্যতম বৃহত্তম জলঢালা উৎসব

রবীন্দ্র কর্মকার: ঘাটাল মহকুমার অন্যতম  বড় জল ঢালা উৎসব হল  দাসপুরের লাওদা ভূতনাথ  মন্দিরে। আজ ১৩ এপ্রিল ভোর থেকেই দুই মেদিনীপুর সহ অন্যান্য জেলা থেকে কাতারে কাতারে মহিলা ও পুরুষ ভক্তরা ভিড় জমান শিবের মাথায় জল ঢালার জন্য। বেলা বাড়ার সাথে সাথে মহিলাদের উপচে পড়া ভিড় ছিল লক্ষ্য করার মত। সন্ধ্যে পর্যন্ত জল ঢালার এই ভিড় থাকে বলে মন্দির কর্তৃপক্ষ জানান।   দেখতেই পাচ্ছেন প্রখর রোদ উপেক্ষা করেই মহিলা ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। মন্দির সংলগ্ন একটি পুকুর থেকে  অনেকে স্নান করে ঘট পাত্রে জল নিয়ে যাচ্ছেন শিবের মাথায় ঢালবেন বলে। এই  জল ঢালা উপলক্ষ্যে মন্দির চত্ত্বরে বিভিন্ন দোকানের মেলাও বসে। মন্দিরে আগত ভক্তদের জন্য জলসত্রের ব্যবস্থা করা হয় বলে জানান দাসপুর বিবেকানন্দ হাই স্কুলের শিক্ষক উদয়শঙ্কর মুখোপাধ্যায়। এই মন্দিরে যাওয়ার জন্যে ঘাটাল পাঁশকুড়া সড়কের বেলিয়াঘাটা অথবা ভীমতলা বাসস্টপে নেমে পশ্চিমে এক কিলোমিটার গেলেই এই মন্দিরে যাওয়া যাবে। মন্দির যাওয়ার ম্যাপ: https://goo.gl/maps/1vEmuCUAdZL2

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!