অসুস্থ বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু, দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের রামদেবপুর গ্রামে। ৭৫ বছরের সতীশ রানা পেশায় কামার ছিলেন। শারিরিক অসুস্থততার কারণে ঘাটাল হাসপাতালে ভর্তি ছিলেন।
https://youtu.be/pnbAAG94VnU
গতকালই বাড়ি ফিরেছিলেন তিনি। ৩০ তারিখ রাতেই সতীশ বাবুকে তার রুমে না দেখতে পেয়ে খোঁজ শুরু করে তার পরিবার। রাত ভোর খোঁজ মেলেনি। দাসপুর পুলিশে জানানো হয় বিষয়টি। অবশেষে বাড়িরই সামনের এক ডোবা থেকে সতীশ রানার নিথর দেহ উদ্ধার করে প্রতিবেশিরা। হাতে টর্চ ধরা অবস্থাতেই উদ্ধার হয়েছে তার দেহ,এমনই দাবী প্রত্যক্ষদর্শীদের। বেসামাল হয়ে জলে পড়েই এই মৃত্যু, অনুমান স্থানীয়দের।
ঘটনা স্থলে দাসপুর থানার পুলিস পৌঁছেছে৷