দাসপুর নাড়াজোল রাজবাড়ির মহাবীর জিউয়ের অলৌকিক নিম গাছ

নাড়াজোল রাজবাড়ির সিংহ দুয়ার দিয়ে মূল রাজভবনে প্রবেশ পথের ঠিক ডানদিকেই রয়েছে এক সুপ্রাচিন নিম গাছের তলায় মহাবির জিউভের মন্দির। কথিত আছে রাজার আমলে যে দারোয়ানরা পাহারার দায়িত্বে থাকতেন তাদের অনুরোধেই এই মন্দির প্রতিষ্ঠিত হয়।

পুরানো প্রাচীন রাজবাড়ি মানেই আভিযাত্য!
ইতিহাসের পাতায় আমরা পড়ি রাজবাড়ির নানান ইতিহাস।

আমাদের ঘাটাল মহকুমার নাড়াজোল রাজবাড়ির নাম ডাক এখন মহকুমা জেলা ছাড়িয়ে রাজ্য ও দেশেও স্থান করেছে।

সেই নাড়াজোল রাজবাড়ির কিছু অলৌকিক কাহিনী এবার এভাবেই উঠে আসবে স্থানীয় সংবাদের মাধ্যমে বিশ্বে দরবারে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!