দাসপুরে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু!স্ত্রী-সন্তানের জন্য সরব গ্রামবাসী

টাওয়ারে কর্মরত অবস্থায় যান্ত্রিক ত্রুটিতে মৃত্যু হয় স্বামীর। দুই পুত্র সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রী রনিতা জানা। বছর ঘুরতে যায় টাওয়ার কোম্পানির থেকে গ্রামবাসীদের দাবিমত সাহায্য পায়নি স্ত্রী। প্রতিবাদে আজ ১১ এপ্রিল কোম্পানির কর্মী ও তাদের গাড়ি আটকে রাখল গ্রামবাসী।

ঘটনা দাসপুর থানার সড়বেড়িয়া-গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের। বছর ৩২ এর গোবিন্দ জানা টাওয়ারের টেকনিশিয়ানের কথায় ডিজি মেশিনের তারে হাত দিতেই বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গ্রামিবাসীদের দাবি ছিল কিছু আর্থিক সাহায্য এবং ওই টাওয়ারে মৃত গোবিন্দের স্ত্রী রনিতার চাকরি। কিন্তু বছর ঘুরতে গেলেও সে দাবি মানেনি টাওয়ার কর্তৃপক্ষ। আজ টাওয়ার মেরামতির কাজে কোম্পানির লোকজন এলে তাদেরকে গাড়ি সমেত আটকে রেখে তীব্র প্রতিবাদ জানায় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে দাসপুর পুলিস এলে অবস্থা আয়ত্বে আনার চেষ্টা করে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!