সৌমেন মিশ্র, রাজনগর: ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সভায় যাওয়ার জন্য পিটুনি দেওয়া হল এক তৃণমূল সমর্থককে। আর ওই মারধরের প্রতিবাদে পথ অবরোধ করল তৃণমূল সমর্থক ও কর্মীরা। আজ ২২ জুলাই সামাটে ঘাটাল-মেদিনীপুর সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করা হয়। পুলিশ দোষীদের শাস্তির আশ্বাস দিলে তৃণমূল অবরোধ তুলে নেয়।
অন্যান্য বছরের মতো এবছরও দাসপুর থানার হোসেনপুরের বাসিন্দা বাসুদেব পাণ্ডা ২১ জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়েছিলেন। আজ সকালে তিনি যখন রাজনগর থেকে বাজার করে ফিরছিলেন তখনই বিজেপি কর্মীরা তাঁকে ঘিরে মারধর শুরু করেন বলে অভিযোগ। বাসুদেববাবুকে মারধরের ঘটননাটি জানাজানি হতেই তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে তাঁরা পথ অবরোধ করেন।
এবিষয়ে বিজেপি নেতা অরূপরতন মিশ্র বলেন, ব্যক্তিগত আক্রোশের কারণেই বাসুদেববাবু আক্রান্ত হয়েছেন বলে আমার ধারনা। এই ঘটনার সাথে বিজেপির কোনও সম্পর্ক নেই।