দাসপুরের সোনাখালীতে এবার শিবলিঙ্গের আদলে তৈরি হচ্ছে মন্ডপ

সুদীপ্ত শেঠ, সোনাখালী: দাসপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম সোনাখালি স্কুলপাড়া সর্বজনীন৷ ১৫তম বর্ষ মন্ডপের থিম সত্যম শিবম সুন্দরম৷ প্রায় ১৬ লক্ষ টাকা ব্যায়ে এবার মন্ডপ তৈরি হচ্ছে শিবলিঙ্গের আদলে৷ মাঠির উপর তুলির টানে সেজে উঠছে মন্ডপ৷ সাবেকি প্রতিমা নিয়ে আসা হচ্ছে কলকাতার কুমারটুলির থেকে৷ রাত দিন কাজ করে মন্ডপের কাজ সমাপ্ত করার চেষ্ঠা রয়েছে চতুর্থীতেই৷ ভিড় সামলাতে পঞ্চমীতে মন্ডপ উদ্বোধনের দিন ঘোষনা করেছেন উদ্যোগতারা৷ উদ্বোধন করবেন ঘাটালের এস.ডি.পি.ও কল্যান সরকার৷ পুজোকে সামনে রেখে পাঁচদিন ধরে চলবে মেলা৷ সামাজসেবা মূলক কর্মসূচীর মধ্যে থাকছে দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়ার সরঞ্জাম বিতরণ, বস্ত্র বিতরণ ইত্যাদি৷ প্রতি বছরেই এই ধরনের সামাজিক কাজ করে থাকেন কমিটির সদস্যরা৷ উদ্যোগতাদের মধ্যে শঙ্কর চক্রবর্তী বলেন, আমাদের পুজো দেখতে প্রতি বছর মহকুমার মানুষের ঢল নামে৷ আমরা যাতে দর্শনার্থীদের কোন রকম সমস্যায় পড়তে না হয়, তার জন্য আগাম বেশ কিছু পরিকল্পনা করেছি৷ পঞ্চমী থেকেই মানুষের জন্য মন্ডপ খুলে দেওয়া হবে৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।