দাসপুরের চন্দ্রেশ্বর ক্যানেলের স্লুইসগেট মেরামতের কাজ প্রায় শেষ, খাল সংস্কারে নেওয়া হয়েছে উদ্যোগ!

দাসপুরের চন্দ্রেশ্বর খালের স্লুইসগেট মেরামতের কাজ প্রায় শেষে৷ বর্ষার পরে দাসপুরের ভগ্নপ্রায় স্লুইস গেট মেরামতের কাজে হাত দিয়েছিল প্রশাসন৷ ঘাটাল মহকুমার মৌজাগুলির মধ্যে সবচেয়ে নিচু ৮১ নম্বর মৌজাটি৷ ওই মৌজার দাসপুর-২ ব্লকের বেনাই, চাঁইপাট, খেপুত সহ বেশ কয়েকটি গ্রামের অধিকাংশ মানুষ কৃষি কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন৷ কৃষিকাজের জন্য জলসেচে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দাসপুরের চন্দ্রেশ্বর ক্যানেলের৷ কিন্তু দীর্ঘদিন রূপনারায়ন নদের সংযোগে ক্যানেলের বেশ কয়েকটি স্লুইসগেট অকেজো হয়ে পড়ে ছিল৷ যার ফলে পর্যাপ্ত জল সরবরাহ না হওয়ায় কৃষিকাজে সমস্যায় পড়তে হচ্ছিল স্থানীয় কৃষকদের৷ বর্তমান রাজ্য সরকারের সেচ দপ্তরের উদ্যোগে ওই স্লুইসগেটগুলি মেরামত করার সাথে সাথে ওই গেটের কাঠামোকে আরো আধুনিক ভাবে গড়ে তোলার কাজ এখন শেষের পথে৷ সিংহভাগ অংশে মেরামতের কাজ শেষ হওয়ায় খুশি এলাকার কৃষিজীবি মানুষও৷ দাসপুর এলাকার কৃষক কার্ত্তিক মাজী, ক্ষুদিরাম সামন্ত বলেন, এবার জলসেচের সমস্যা মিটবে, বছরে তিনবার ধান চাষ করার সুযোগ পাবো৷ এছাড়া খালের জল সরবরাহ ঠিক থাকলে বর্ষার সময় মাঠে জমা জল সহজে ওই খালের মাধ্যমে সরাসরি নদীতে ফেলা যাবে৷ দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আশিস হুদাইত বলেন, প্রাথমিক ভাবে মেরামতের কাজ শেষ হয়েছে৷ খালটি সংস্কার করার কাজ দ্রুত শুরু করতে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!