দাসপুর গৌরার চেঁচুয়া গোবিন্দনগরের মহত্মা গান্ধী স্মৃতি সমিতির উদ্যোগে আজ গান্ধীজির জন্মদিনে গান্ধীজির নতুন পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন হল। উদ্বোধন করলেন রাজ্যের সেচ ও জল পথ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ড.সৌমেন মহাপাত্র। সমিতির সভাপতি গোপাল চন্দ্র নন্দী জানালেন গান্ধীজির পূর্বের মূর্তিটি নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে এই মূর্তি বসানো হল।