চন্দ্রকোণায় হায়না’র আক্রমণে জখম ৮

চন্দ্রকোণা থানার বাচকা, কালাপাট এবং খেঁজুরমণি গ্রামে হায়না’র আক্রমণে ৮ জন গ্রামবাসী ও একটি গোরু জখম হয়েছে বলে জানাযাচ্ছে।

https://www.youtube.com/watch?v=avzI3SGmkBw&feature=youtu.be

গত রাতে বন কর্মীরা চারটি হায়না প্রত্যক্ষ করে ছিল বলে,বনদপ্তর সূত্রে জানা গেছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।