চন্দ্রকোণা থানার বাচকা, কালাপাট এবং খেঁজুরমণি গ্রামে হায়না’র আক্রমণে ৮ জন গ্রামবাসী ও একটি গোরু জখম হয়েছে বলে জানাযাচ্ছে।
https://www.youtube.com/watch?v=avzI3SGmkBw&feature=youtu.be
গত রাতে বন কর্মীরা চারটি হায়না প্রত্যক্ষ করে ছিল বলে,বনদপ্তর সূত্রে জানা গেছে।