ঘাটাল শহরে ভিত খুলতে গিয়ে কী উদ্ধার হল?

নিজস্ব সংবাদদাতা: ওটা কী? কামান না অন্য কিছু? আজ ২২ এপ্রিল ঘাটাল শহরে মাটির নিচ থেকে গর্ত খুলতে গিয়ে পাওয়া এই বিশালাকার লোহার ধ্বংসাবশেষ নিয়ে শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘাটাল পুরসভার কার্যালয়ের সামনে শহরের ৪ নম্বর ওয়ার্ডে ইমরান মল্লিক ও তাঁর ভাইয়ের চেম্বার খোলার জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। প্রায় পাঁচ ফুট মাটি খোঁড়ার পরই এই স্ট্রাকচারটি বের হয়। এটিকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে কৌতূহলী মানুষ ভিড় করেন। কেউ বলছেন এটি আগেকার দিনের কামান, কেউ বলছেন জলসরবরাহের যন্ত্রাংশ আবার কারোর মতে গাড়ির কাঠামো।
চেয়ারম্যান বলেন, আমিও বুঝে উঠতে পারিনি। তাই ঘাটাল থানাকে বিষয়টি জানানো হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!