ওয়েব ডেস্ক,ঘাটাল: ঘাটাল মহকুমার দিকে দিকে চিত্রটা এমনই,
রান্নার গ্যাস ব্যবহার করা হচ্ছে মারুতির জ্বালানি হিসাবে। সূত্রের খবর মূলত যারা মারুতি ব্যবসায়িকভাবে যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করে সংখ্যাটা তাদেরই বেশি। অবৈধভাবে এবং কোনো রকম সুরক্ষা ছাড়াই জনবহুল এলাকায় জনসমক্ষেই রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস ভরা হয় মারুতিতে। অনুসন্ধান করে জানা গেছে অনেক মারুতিরই গ্যাস ট্যাঙ্ক আবার পরিবহন দপ্তরের নির্দেশ মেনে লাগানো নেই। বিষয়টিতে নির্বিকার প্রশাসনও।