ঘাটালে বিজেপির দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠল

নিজস্ব সংবাদদাতা:  বিজেপির জোর করে দেওয়াল মুছে দেওয়া হল। ঘাটাল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিজেপির একটি লেখা  দেওয়াল ২৯ মার্চ রাতে মুছে দেওয়া হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিজেপির ঘাটাল লোকসভা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে বলেন, আমরা অনুমতি নিয়ে ওই ওয়ার্ডে একটি দেওয়াল লিখেছিলাম কিন্তু সেটি ২৯ মার্চ রাতে মুছে দেওয়া হয়েছে। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের জেলা যুব সহ-সভাপতি তথা ঘাটাল শহরের বাসিন্দা সুদীপ মণ্ডল বলেন, ওখানে আমরা কারোর দেওয়াল মুছিনি। ওখানে বরং বিজেপি দেওয়াল লিখনের নামে দেওয়ালে আমাদের দলের নাম করে কুরুচিকর মন্তব্য করেছিল। যেটা এলাকার মানুষও মেনে নেননি। সেটাই হয়তো ওরা নিজেরা মুছে দিয়ে আমাদের নামে দোষ চাপাচ্ছে। এদিকে ঘাটাল থানা থেকে জানানো হয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!