ঘাটালে এবিটিএ’র উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের মক টেস্ট নেওয়া হল

বিনে পয়সায় মক টেস্ট নিতে শুরু করেছে সিপিএমের শিক্ষক সংগঠন এবিটিএ। কোনও রকম এন্ট্রি ফি ছাড়াই ঘাটাল মহকুমার ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আজ ২৩ ডিসেম্বর থেকে ওই মক টেস্ট নেওয়া  হচ্ছে। এবিটিএ’র ঘাটাল জোনাল সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, নিয়ম অনুযায়ী এবছর প্রত্যেক স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের স্কুলের তৈরি প্রশ্নপত্রেই টেস্ট পরীক্ষা দিতে হয়েছে। স্কুলের বাইরের তৈরি প্রশ্নে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি।  তার ওপর এটাই ওদের একটা জীবনের প্রথম বড় পরীক্ষা। আগে থেকে পরীক্ষার ভীতি কাটানো এবং স্কুলের বাইরের প্রশ্নে উত্তর দেওয়ার সঙ্গে পরিচিত হওয়ার জন্যই এই উদ্যোগ। যাঁরা মাধ্যমিকের খাতা দেখেন তাঁদেরকে দিয়েই ওই খাতা দেখিয়ে খুব কম সময়ের মধ্যে পরীক্ষাদের  ফলাফল জানিয়ে দেওয়ার পাশাপাশি পরীক্ষার্থীদের দুর্বলতার দিকগুলিও চিহ্নিত করে দেওয়া হবে।

 ঘাটাল বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ে আজ থেকে   ওই মক পরীক্ষা শুরু হয়েছে  ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।  সৌরভবাবু জানিয়েছেন, মোট ৩১টি স্কুল থেকে ২৯৭ জন মাধ্যমিক পরীক্ষার্থী ওই মক দিয়েছে।  ইংরেজি, অংক, জীবন বিজ্ঞান এবং জড় বিজ্ঞান বিষয়ের ওপর মক নেওয়া হবে।  

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!