ঘাটালের ফোর লেনের অভিমুখ পরিবর্তন হচ্ছে?

তৃপ্তি পাল কর্মকার: মেচোগ্রাম থেকে মুর্শিদাবাদ—এই ফোর লেন রাস্তার অভিমুখ কি ফের পরিবর্তন হতে চলেছে? প্রশাসনিক মহল থেকে এরকমই একটি ইঙ্গিত শোনা যাচ্ছে। ওই রাস্তাটি মেচোগ্রাম থেকে শুরু হয়ে ঘাটাল শহরে ঢোকার মুখে কাটান সমবায় সমিতির কাছ থেকে উত্তর পূর্ব কোণ দিয়ে বন্দরের কাছে রূপনারায়ণ নদ অতিক্রম করার কথা ছিল। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, ওই অভিমুখটি পরিবর্তন হতে চলেছে। অতি সম্প্রতি খসড়া অনুযায়ী রাস্তাটি মেচোগ্রাম থেকে সোজা বৈকুণ্ঠপুর আসার পর বৈকুণ্ঠপুর-বকুলতলার মাঝে উত্তর-পশ্চিম কোণ দিয়ে শিলারাজনগর যাবে। শিলারাজনগর থেকে বরদা সংলগ্ন এলাকায় ঘাটাল-ক্ষীরপাই সড়কের সঙ্গে মিশবে। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপকুমার মাজি বলেন, আমাদের কাছেও এই ধরনেরই একটি বার্তা এসেছে। তবে সরকারি ভাবে কোনও চিঠিচাপাটি আসেনি।
পশ্চিম মেদিনীপুর জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক বলেন, যতক্ষণ না সরকারি পর্যায়ের নোটিফিকেশন বার হচ্ছে কোনওটিই চূড়ান্ত বলে ভেবে নেওয়া ঠিক হবে না। তার ফলে জমির দালালদের সুবিধে হবে মাত্র। তিনি বলেন, বিভিন্ন সুবিধে-অসুবিধে বিশ্লেষণ করার পর যে কোনও মুহূর্তেই অভিমুখ আবার পরিবর্তন হতে পারে। অভিমুখ নিয়ে চূড়ান্ত নোটিফিকেশন হয়তো লোকসভা ভোটের আগেই প্রকাশিত হতে পারে বলে প্রশাসনিক মহল অনুমান করছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!