কাশ্মীর বিস্ফোরণ: অল্পের জন্য রক্ষা পেলেন চন্দ্রকোণার বাসিন্দা জওয়ান

বাবলু সাঁতরা: ১৪ ফেব্রুয়ারি কাশ্মীর বিস্ফোরণে অল্পের জন্য রক্ষা পেলেন চন্দ্রকোণা শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঙ্গল হেমব্রম। মঙ্গলবাবু কাশ্মীরে সিআরপিএফের ১১৫ নম্বর ব্যাটেলিয়ানে কাজ করেন। তিনি ওই দিন ওই কনভয়ে ছিলেন। তাঁর গাড়িটি ৮ নম্বরে ছিল। তিনি বলেন, ওই দিন ২টা ১৫ মিনিট নাগাদ দুপুর ২টা ১৫ মিনিট নাগাদ জম্মু-কাশ্মীর জাতীয় সড়কে পুলওয়ামাতে একটি বিকট শব্দের পরই কনভয়ে আমাদের গাড়িটি থেমে যায়।  গাড়ির কাঁচের ভেতর থেকে দেখা যাচ্ছে দূরে কালো কালো ধোঁয়া আর আগুনের হলকা। সেই সঙ্গে গুলির শব্দ। তার পর আমাদের গাড়িটি আর এগোয়নি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!