কলকাতার ভিক্টোরিয়া এবার দাসপুরের চাঁইপাটে

সুদীপ্ত শেঠ, চাঁইপাট: মাটিতে কোলকাতার ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল হল’ তৈরি করে তাক লাগাতে চলেছে চাঁইপাট সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি৷ জনসমাগমের বিচারে ঘাটাল মহকুমা ছাড়াও পশ্চিম মেদিনীপুরের অন্যতম পুজো হিসেবে পরিচিত চাঁইপাট সর্বজনীন দুর্গৎসব৷ ৭৩ তম বর্ষে ওই পুজোর জন্য আনুমানিক ব্যায় ধার্য করা করেছে ১৪ লক্ষ টাকা৷ ১৭০ ফুট লম্বা ১৪০ ফুট দৈর্ঘের ওই মন্ডপ তৈরিতে প্রায় ৫০ জন শিল্পী দিন-রাত কাজ করে চলেছেন৷ থার্মকল কেটে বিভিন্ন মডেল তৈরি করে মন্ডপ সাজানোর কাজ চলছে৷ ওই পুজো কমিটির সদস্য জীতেন নায়েক, দীপক রায়, সন্টু ভৌমিক প্রমুখ একযোগে বলেন, আমদের পুজোর প্যান্ডেলে প্রতি বছর লক্ষাধিক মানুষের ঢল নামে৷ আমরা এবারও আশাবাদী দুর্গাপুজোতে চাঁইপাটমুখি হবে দর্শনার্থীরা৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।