‘কন্যাশ্রী’ নির্মান সম্পূর্ণ, বিশ্বকর্মা পুজোর দিনেই উদ্বোধন করলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র

সুদীপ্ত শেঠ, দাসপুর: বিশ্বকর্মা পুজোর দিনেই স্বপ্ন পূরণ হল দাসপুর-২ ব্লকের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের৷ এলাকাবাসীর বহুদিনের দাবি ছিল পলাশপাই খালের উপর চকসুলতানে একটি সেতু তৈরির৷ আজ,১৭ সেপ্টেম্বর সোমবারে আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হল নতুন সেতুটির ৷ ১৬০ ফুট লম্বা ও প্রায় সাত ফুট চওড়া ওই সেতুটির নাম রাখা হয়েছে -‘কন্যাশ্রী’৷ ওই সেতু নির্মানের ফলে খালের একদিকে চকসুলতান,গৌরা,শ্যামচক,শিমুলতলা, এবং অন্যদিকে থাকা জোতগোবিন্দ,সিংহচক,জোতভগবান, শয়লা, চককিশোর-সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের আর যোগাযোগের সমস্যা রইলো না৷ আগে ওই ওই স্থানে একটি বাঁশের সাঁকো ছিলো, তা দিয়ে যাতায়াত করলে দিতে হত পাঁচ টাকা করে৷ এছাড়াও উৎপাদিত ফসলের রপ্তানীর জন্য ভ্যান, ট্রলি ও চার চাকার গাড়ি নিয়ে পারাপার করা যেতো না৷ খালে জল বাড়লে সমস্যায় পড়তে হতো পড়ুয়াদের৷ স্বাস্থ্যকেন্দ্রে রোগীকে নিয়ে যেতেও পড়তে হতো সমস্যায়৷ গোছাতি গ্রামপঞ্চায়েতের প্রধান প্রশান্তকুমার মাল বলেন, গ্রামবাসীদের দাবি মেনে পঞ্চায়েত থেকে প্রায় ২০ লক্ষ টাকা দিয়ে এই সেতু তৈরি করা হয়েছে৷ কংক্রিটের সেতু তৈরি করার মতো সামর্থ না থাকায় কাঠের সেতুই তৈরি করতে হয়েছে৷ 

কাঠের ওই সেতুর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র৷ সৌমেনবাবু বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প বিশ্ববন্দিত৷ সেই অনুপ্রেরণাতে যোগাযোগকারী সেতুটির নাম কন্যাশ্রী রেখেছেন গ্রামের মানুষেরা৷
সৌমেনবাবু ছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দাসপুরের বিধায়ক মমতা ভুইঞ্যা, দাসপুর-২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলুই প্রমুখ৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।