আলমারী ভেঙে ল্যাপটপ বের করেও তা নিয়ে যেতে ভুলে গেল চোর!

পাঁচিল ডিঙিয়ে কয়েকটি তালা কেটে রাতে স্কুলের ভেতর তান্ডব চালালো চোর! তবে ‘চোর’ বলা যাবে কী না তা নিয়েও ধন্দ রয়েছে! আলমারি ভেঙে ল্যাপটপ বের করে কোনো ব্যক্তি সেটি ফেলে রেখে গিয়েছেন! যেখানেই মিলেছে প্যাকেট বন্দি কাগজ তা খুলে ছড়িয়ে দেওয়া হয়েছে৷ দাসপুর-২ ব্লকের সোনাখালী উচ্চ বিদ্যালয়ে গতকাল রাত্রের ঘটনা৷ আজ সকালে স্কুলে এসে স্কুলের এক কর্মী দেখেন অফিস ঘরের তালা ভাঙা৷ বেশ কয়েকটি আলমারী দরজা হাঁ করে খোলা রয়েছে৷ বেশ কিছু নথি লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে মেঝেতে৷ বিষয়টি জানার পরেই স্কুলের শিক্ষকেরা পুলিশে খবর দেন৷ স্কুলের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক নদিয়ারচাঁদ জানা বলেন, দুস্কৃতিদের ঠিক কী উদ্দেশ্য ছিল তা স্পষ্ট নয়,কারন স্কুলের আসবাপত্র সব প্রায় ঠিকই রয়েছে৷ তবে গুরুত্বপূর্ণ সব নথি ঠিক রয়েছে কী না তা এখনো ঠিকমতো মিলিয়ে দেখা হয়নি! ঘটনার কথা পুলিশকে লিখিত ভাবে জানানো হয়েছে৷ স্কুলের সহকারী শিক্ষক রামকৃষ্ণ কর বলেন, যে দক্ষতার সাথে পুরো কাজটা হয়েছে তাতে ওই দুস্কৃতিরা যে এই বিষয়ে বেশ দক্ষ তা বোঝাই যাচ্ছে৷ আগামী রবিবার স্কুলে সরকারী কর্মী নিয়োগের পরীক্ষা রয়েছে৷ প্রশ্ন স্কুলে রয়েছে এমনটা ভেবে কেউ তা লোপাট করতে এসেছিল তেমনটাও হতে পারে!

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!