আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ শেখাতে কৃষি প্রশিক্ষণ হল দাসপুরে

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের উদ্যোগে দাসপুর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের তিয়রবেড়িয়া অঙ্গণওয়াড়ী কেন্দ্রে ২০ তারিখ একটি কৃষি প্রশিক্ষন শিবির হল।

শিবিরে বিভিন্ন ফুল গোলাপ,রজনীগন্ধা, দোপাটি,গাঁদা তাছাড়া পেঁয়াজ চাষ এবং গ্রিন হাউস তৈরিকরে কীভাবে সেখানে আধুনিক পদ্ধতিতে চাষ করা যায় সে বিষয়ে প্রশিক্ষকরা আলোকপাত করেন। শিবিরে ওই গ্রামপঞ্চায়েত এলাকার প্রায় আশিজন কৃষক প্রশিক্ষণ নেন বলে জানাগেছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।