পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের উদ্যোগে দাসপুর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের তিয়রবেড়িয়া অঙ্গণওয়াড়ী কেন্দ্রে ২০ তারিখ একটি কৃষি প্রশিক্ষন শিবির হল।
শিবিরে বিভিন্ন ফুল গোলাপ,রজনীগন্ধা, দোপাটি,গাঁদা তাছাড়া পেঁয়াজ চাষ এবং গ্রিন হাউস তৈরিকরে কীভাবে সেখানে আধুনিক পদ্ধতিতে চাষ করা যায় সে বিষয়ে প্রশিক্ষকরা আলোকপাত করেন। শিবিরে ওই গ্রামপঞ্চায়েত এলাকার প্রায় আশিজন কৃষক প্রশিক্ষণ নেন বলে জানাগেছে।