বিকেলে পুজোর হুড়োহুড়িতে পথদুর্ঘটনা ঘটল রাজনগর রাসতলা সংলগ্ন ঘাটাল মেদিনীপুর সড়কে।
মারুতি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কেউ না হলেও জখম হয়েছেন মারুতি চালক এবং বাইকের চালক ও আরোহীরা। বাইক আরোহীদের হাতে প্রহৃত হন মারুতি চালক। মুহুর্তের মধ্যে রাজনগর এলাকার ভিলেজ পুলিস ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আয়ত্বে আসে।ছবি ও তথ্য:শুভদীপ জানা