সাবধান! ট্রাফিক আইন মেনেই পুজো দেখুন,রাজনগরে মারুতি বাইক সংঘর্ষে পথদুর্ঘটনা

বিকেলে পুজোর হুড়োহুড়িতে পথদুর্ঘটনা ঘটল রাজনগর রাসতলা সংলগ্ন ঘাটাল মেদিনীপুর সড়কে।

মারুতি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কেউ না হলেও জখম হয়েছেন মারুতি চালক এবং বাইকের চালক ও আরোহীরা। বাইক আরোহীদের হাতে প্রহৃত হন মারুতি চালক। মুহুর্তের মধ্যে রাজনগর এলাকার ভিলেজ পুলিস ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আয়ত্বে আসে।ছবি ও তথ্য:শুভদীপ জানা

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।