শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের অফিস কক্ষে আসছে আমূল পরিবর্তন,ঘাটালজুড়ে চলছে প্রশিক্ষণ

সারা রাজ্যের সাথে ঘাটাল মহকুমার প্রায় প্রতিটি চক্রেই চলছে শিক্ষকদের ই পোর্টাল ট্রেনিং। রাজ্যের স্কুল গুলির আভ্যন্তরীণ ব্যবস্থাপনায় আসছে আমূল পরিবর্তন। সম্প্রতি রাজ্য সরকারের শিক্ষা বিভাগ বাংলার শিক্ষা নামে এক ই পোর্টালের সূচনা করেছে। সেই পোর্টাল সম্বন্ধেই চলছে বিশেষ প্রশিক্ষণ।
নাড়াজোল-২ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অর্ঘ মজুমদার গতকাল রাজনগর হাইস্কুলের সেমিনার কক্ষে এমনই এক প্রশিক্ষণে হাজির ছিলেন। তিনি জানান বাংলার প্রতিটি বিদ্যালয় এক ছাতার তলায় আসতে চলেছে। শিক্ষা দপ্তর দুটি ই পোর্টাল চালু করেছে। সেই পোর্টাল দুটিতে শিক্ষক শিক্ষিকারা কীভাবে বিদ্যালয়ের ডাটা এন্ট্রি করবেন তারই প্রশিক্ষণ চলছে। পোর্টাল দুটির মধ্যে বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক বিষয়ক যাবতীয় তথ্য থাকবে। ছাত্রছাত্রীদের আই কার্ড,স্কুল লিভিং সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, প্রগতি পত্র সবই থাকবে ওই পোর্টালে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর লগইন আইডি ও পাশওয়ার্ড দিয়ে ওই পোর্টালে গিয়ে যাবতীয় তথ্য ইনপুট করতে বা সেখান থেকে প্রিন্ট করতে পারবেন।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!