রাস্তা আটকে অবৈধ ইমারতি,পার্কিংয়ের জেরেই কি বাড়ছে পথ দুর্ঘটনা?

একদিকে ইমারতি দ্রব্য অন্যদিকে রাস্তার উপর পার্কিং,এর জেরে ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থেকে নাড়াজোল এলাকার সড়কে যাত্রীদের ভোগান্তির অন্ত নাই। সোমবার দুর্যোগের রাতে বেস কয়েকজন বাইক ও সাইকেল আরোহী রাজনগর পূর্ব সজলধারা অফিস থেকে রাজনগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়েন বলে জানাগেছে। আহতদের চোট সামান্যই ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিটিক্ষেত্রেই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে রাস্তার উপরে থাকা ইমারতি দ্রব্য ও গাড়ির পার্কিংকে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান,ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে ইমারতি দ্রব্য একেবারে রাস্তার উপরে রেখেই জনৈক ব্যক্তি তাঁর ইমারত নির্মান করছেন। আবার ঠিক তার বিপরীতেই মাঝেমধ্যে বিভিন্ন গাড়ি পার্কিং করা থাকছে। আর এর জেরেই ওই স্থানে নিয়মিতভাবে টুকিটাকি দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের আশঙ্কা,এর জেরে যেকোনো সময়েই বড়সড় দুর্ঘটনাও ঘটেযেতে পারে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!