ঘাটাল মেদিনীপুর সড়কের নাড়াজোল দুবরাজপুর এলাকার হরিরাজপুরে মেদিনীপুর যেতে পড়বে এই আশ্চর্য্য বৈদ্যুতিক খুঁটি।স্থানীয় সূত্রে জানাগেছে দাসপুর সুলতাননগর পাওয়ার স্টেশন এর অধীনে হাইভোল্টেজ বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে এই খুঁটির মাথায় থাকা তারের মাধ্যমে।
অথচ প্রায় মাস দুয়েক ধরে অবৈজ্ঞানিক ভাবে ভাঙা খুঁটিকে জোড়া লাগিয়ে দায় সেরেছে বিদ্যুৎ দপ্তর। যেকোনো মুহুর্তেই খুঁটি ভেঙে ভয়ানক দুর্ঘটনা ঘটতেই পারে। স্থানীয় বাসিন্দা শ্রীকান্ত আদক বলেন,আমি নিয়মিত ওই রাস্তাদিয়েই যাতায়াত করি। কিন্তু রাস্তার উপরেই বিদ্যুৎ তার উপর ভাঙা খুঁটি! প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়।
এখন দেখার স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের কথা ভেবে বিদ্যুৎ দপ্তরের পক্ষে দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা।