ঘাটাল ব্লকের মনশুকা গ্রামে হাইস্কুলের পাশে আজ থেকে একটি নতুন বাজারের সুচনা হল। ওই বাজারটির উদ্বোধন করেন ১০৪ বছর বয়সী প্রবীন চিকিৎসক ডাঃ সতীশচন্দ্র কর। ওই বাজার কমিটির কর্মকর্তা তথা আইনজীবী অনুপ সামন্ত বলেন, বাজারটি প্রতিদিন সন্ধ্যাতে বসবে। প্রথম দিনই প্রায় ৫০ জন বিক্রেতা সব্জি ও অন্যান্য জিনিসপত্র নিয়ে বসেন।