রাজনগরে আবার ভয়াবহ চুরি। সোনা ও রূপোর যন্ত্রাংশের দোকান শাটার কেটে চুরি করার অভিযোগ উঠল এবার। রাজনগর রাজার পুকুর মোড় সংলগ্ন কোলেদের দোকানে এই চুরি বলে জানা গেছে। মালিক পক্ষ ঝাগড়েশ্বর কোলে জানিয়েছেন গত রাতে তাদের দোকান চুরিগেছে। সকালে উঠেই লোকমুখে তিনি এই চুরির ঘটনা জেনে দোকানের অবস্থা দেখে হতবাক! দোকানের গ্রীল ও শাটারকে সম্ভবত গ্যাসকাটার দিয়ে কেটে দোকানের যাবতীয় জিনিস চুরি গেছে। দাসপুর থানায় বিষয়টির অভিযোগ জানিয়ে এসেছেন তাঁরা। দোকানের নগদ কয়েক হাজার টাকা ও প্রায় পঞ্চাশ হাজার টাকার জিনিসপত্র দোকান থেকে চুরি গেছে বলে জানাযাচ্ছে। কয়েকদিন আগেই রাজনগর গ্রাম পঞ্চায়েতের অফিস চুরি গেছে। তার কিনারা এখনও করতে পারেনি পুলিশ প্রশাসন। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও এতবড় চুরি! নিরাপত্তার অভাবে ভুগছেন রাজনগর বাজারের দোকানদাররা। আজ দাসপুর থানায় দোনাদারদের তরফে স্বপন দেয়ান বিষয়টি পুলিশের নজরে আনেন। এখন দেখার প্রশাসনের পক্ষে ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়।