সৌমেন মিশ্র,দাসপুর: দাসপুর থানার রামগড়ে চোর সন্দেহে এক অজ্ঞাত পরিচয় যুবককে আটক করল এলাকাবাসী।
চলতি বছরের আগস্ট মাসে রাজনগর গ্রাম পঞ্চায়েতের রামগড়ের মনসা মন্দির চুরি হয়েছিল।
এলাকাবাসীদের দাবি,প্রায় লক্ষটাকার ঠাকুরের গহনা চুরি করেছিল দুষ্কৃতিরা। দাসপুর পুলিসে জানানো হয়েছিল ঘটনা। হদিস মেলেনে। তবে স্থানীয় বাসিন্দা বঙ্কিম দোলই চোরেদের একটি মোটর বাইক সনাক্ত করতে পেরেছিলেন। বাইকটি ছিল নীল রঙের এবং নাম্বারটি ছিল WB 24G/4435
আজ ভোরে সেই বাইকটি মন্দির চত্ত্বরে দেখে সন্দেহ হয় বঙ্কিম বাবুর। কিছুটা এগিয়ে দেখেন এক অচেনা লোক মন্দিরে শুয়ে,তাকে দেখে তড়িঘড়ি লোকটি উঠে বসে। কয়েকটা কথা বলে লোক ডাকাডাকি করতেই হাতছুট হয়ে পালায় সে।
বেলা গড়ালে চুপিচুপি বাইক নিতে আসে ওই অচেনা লোকটি। তক্কে তক্কে ছিল গ্রামবাসীরা,ধরে ফেলে তাকে।
মন্দিরের আট চালার এক খুঁটিতে লোকটিকে বেঁধে রেখেছে গ্রামবাসীরা। খবর গেছে পুলিসে। পুলিসের অপেক্ষায় এখন শতাধিক গ্রামবাসি মন্দিরে ভিড় জমিয়েছে।