স্কুলের দরজার তালা ভেঙে নয়, কিম্বা আলমারি ভেঙেও না। প্রধান শিক্ষকের টেবিল থেকে হাজিরা খাতা চুরি গেল দাসপুর-২ ব্লকের জোৎঘনশ্যাম নীলমণি হাইস্কুল থেকে। ১১ অক্টোবরও সবাই ওই খাতায় সই করেছেন। ওই স্কুলের প্রধান শিক্ষক নির্মল দাসকর্মকার বলেন, গত কাল ১১ অক্টোবর আমি স্কুলে ছিলাম না। আজ ১২ অক্টোবর স্কুলে গিয়ে দেখি স্কুলের হাজিরা খাতা নেই। ওই চুরির ঘটনাটি দাসপুর থানায় জানানো হয়েছে।