•পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সৈকত কাপ ২০১৮-’১৯-এ চ্যাম্পিয়ান হয়েছিল ঘাটাল শহরের অগ্রণী ক্লাব। ২৫ জানুয়ারি ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে ওই টুর্নামেন্টের ফাইন্যাল খেলাটি অনুষ্ঠিত হয়। ঘাটাল থানার অগ্রণী ক্লাব আনন্দপুর থানার আদিবাসী বয়েজ ক্লাবকে ৩-১গোলে হারিয়ে জয়লাভ করে। ওই সিরিজের খেলাতে জেলার সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছিলেন ঘাটাল শহরের কুশপাতার বাসিন্দা লোকনাথ রায়। লোকনাথকে জেলা পুলিশের পক্ষ থেকে সেরা খেলোয়াড় হিসেব একটি গ্লামার বাইক উপহার দেওয়া হয়। আজ ৭ ফেব্রুয়ারি মেদিনীপুর পুলিশ লাইনে মন্ত্রী শুভেন্দু অধিকারি ওই বাইকের চাবি লোকনাথের হাতে তুলে দেয়। বাইকটির বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। অগ্রণী ক্লাবের কর্মকর্তা অরূপ মাজি বলেন, লোকনাথ দুর্দান্ত ফরওয়ার্ডে খেলতে পারে। ওর জন্য আমাদের ক্লাব গর্বঅনুভব করে।