জিলিপি তে ঝোঁক নেই! দাসপুরের বিভিন্ন এলাকার চলছে লক্ষ্মীপুজো উপলক্ষে মেলা৷ শীতের আমেজে দেদার বিক্রির আশায় পশরা সাজিয়ে গরম জিলিপি তৈরি করেও , ক্রেতাদের টানতে পারছেন না জিলিপি বিক্রেতারা৷ গ্রামের ছোট বাজারগুলিতে প্রতিদিন জিলিপি বিক্রির ব্যাবসাকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন মেলায় আশা ব্যাবসায়ীরা৷ তাঁদের বক্তব্য, মেলা দেখে জিলিপি কিনে ফেরার চল রয়েছে৷ কিন্তু ঠান্ডা পড়ে যাওযায় ক্রেতারা মেলা থেকে জিলিপি না কিনে বাড়ির কাছের কোন দোকান থেকেই কিনছেন৷ ফলে মেলায় বিক্রি কমছে৷