জিলিপিতে ঝোঁক নেই!

জিলিপি তে ঝোঁক নেই! দাসপুরের বিভিন্ন এলাকার চলছে লক্ষ্মীপুজো উপলক্ষে মেলা৷ শীতের আমেজে দেদার বিক্রির আশায় পশরা সাজিয়ে গরম জিলিপি তৈরি করেও , ক্রেতাদের টানতে পারছেন না জিলিপি বিক্রেতারা৷ গ্রামের ছোট বাজারগুলিতে প্রতিদিন জিলিপি বিক্রির ব্যাবসাকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন মেলায় আশা ব্যাবসায়ীরা৷ তাঁদের বক্তব্য, মেলা দেখে জিলিপি কিনে ফেরার চল রয়েছে৷ কিন্তু ঠান্ডা পড়ে যাওযায় ক্রেতারা মেলা থেকে জিলিপি না কিনে বাড়ির কাছের কোন দোকান থেকেই কিনছেন৷ ফলে মেলায় বিক্রি কমছে৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।