চন্দ্রকোণা জিরাট হাইস্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীর দীর্ঘ দিন পর এক সঙ্গে মিলিত হলেন। ‘ফিরে দেখা’র ব্যানারে আজ ২৫ অক্টোবর প্রাক্তন ছাত্রছাত্রীরা এক সঙ্গে মিলিত হয়ে বেশ কিছুক্ষণ কাটান। স্কুল চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ওই স্কুলের প্রাক্তন ছাত্র অভিজিৎ দাস বলেন, ‘ফিরে দেখা’ অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক বিকাশ ঘোষাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।