চন্দ্রকোণা জিরাট স্কুলে ফিরে দেখা

চন্দ্রকোণা জিরাট হাইস্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীর দীর্ঘ দিন পর এক সঙ্গে মিলিত হলেন। ‘ফিরে দেখা’র ব্যানারে আজ ২৫ অক্টোবর প্রাক্তন ছাত্রছাত্রীরা এক সঙ্গে মিলিত হয়ে বেশ কিছুক্ষণ কাটান। স্কুল চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ওই স্কুলের প্রাক্তন ছাত্র অভিজিৎ দাস বলেন, ‘ফিরে দেখা’ অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক বিকাশ ঘোষাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।