আজ দুপুরে ঘাটাল বড়দার চৌকানে বিদ্যুতের কাজ চলাকালীন ভারী মই পড়ে গুরুতর আহত তিন বাইক আরোহী। আহতদের বাড়ি ডিঙাল গোপালপুরে।
আহতদের মধ্যে সেখ খোকন মোল্লা জানান তাঁরা তিনজনে বাইকে বাড়িথেকে আসছিলেন। বড়দা চৌকনে রাস্তার পাশ থেকে হঠাৎ একটি মই তাঁদের উপর এসে পড়লে তাঁরা তিনজনেই আহত হন। ঘটনায় পুলিস দু’জন বিদ্যুৎ কর্মীকে আটক করেছে।