সম্প্রতি ঘাটাল শহরের কোন্নগরের শংকরা পুকুরের পাড়ে ঘাটাল বিদ্যাসাগর স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মিষ্টি সানকির ব্যাগ ছিনতাই করে নিল এক দুষ্কৃতী। মিষ্টি রবিবার সন্ধ্যেয় প্রাইভেট টিউশন পড়ে সাইকেলে করে বাড়ি ফিরছিল। তার সাইকেলের সামনে থাকা ব্যাগটি পেছনের দিক থেকে বাইকে করে আসা এক দুষ্কৃতী ছিনিয়ে নিয়ে চলে যায়। ব্যাগে বেশ কিছু মূল্যবান বই, নোটস, মোবাইল এবং পার্স ছিল।
ওই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাস ঘোষ বলেন, পড়ুয়াদের আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক। কারণ এর আগেও বেশ কয়েক বার ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি বহুবার পুলিসকে জানানো হয়েছে।