খুকুড়দহে আবারও বিধ্বংসী আগুন। আজ দুপুর দেড়টা নাগাদ খুকুড়দহে মনীষ ট্রাভেলস অফিসের পাশের এক ধাবার পাশে থাকা পেট্রোল দোকানে আগুনের ফুলকি দেখে এলাকা বাসী। নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু মুহুর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়।
একে একে মজুত তেলের কন্টেনারে আগুন লাগে,ধাবার মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার ব্লাস্টেরও বিকট আওয়াজ শোনেন এলাকাবাসী। দমকলে খবর গেলে দমকলের দুটি ইঞ্জিনের ঘন্টা খানেকের চেষ্টায় আগুন আয়ত্বে আসে। হতাহতের কোনো খবর নাই। ঠিক কী কারণে এই আগুন খতিয়ে দেখছে দমকল বাহিনী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।