আনন্দ মার্গের বস্ত্র বিতরণ

২১ অক্টোবর ঘাটালের আনন্দমার্গ ধর্মপ্রচারক সংঘের প্রতিষ্ঠাতা প্রভাতরঞ্জন সরকারের ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে  ঘাটাল আনন্দমার্গ প্রাথমিক স্কুলে দুঃস্থ দের বস্ত্র বিতরণ ও প্রীতি ভোজের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে আগত দুঃস্থদের বস্ত্রবিতরণ করা হয়। বহুবিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন উপস্থিত ছিলেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।